প্রথমদিন পাবে ৩০ হাজার ৮৫০ পরিবার
নিজস্ব প্রতিবেদক: যশোরে আজ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি। তালিকাভুক্ত কার্ডধারীদের কাছে ডিলাররা সরকারের ভর্তুকি দামের পণ্য বিক্রি করবেন। নির্ধারিত গ্রাহকরা দুই দফায় এই পণ্য কিনতে পারবেন। প্রথম দফার পণ্যের মধ্যে থাকবে সয়াবিন তেল, চিনি ও মশুর ডাল। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
পবিত্র রমজান উপলক্ষে যশোরের আট উপজেলায় এক লাখ ৩৭ হাজার ৪৩৯ টি প্যাকেট ভর্তুকি মূল্যে বিক্রি হবে। প্রথম দফায় তিন ধরনের পণ্য পাবেন কার্ডধারীরা। দু’ কেজি সয়াবিন তেল, দু’ কেজি মসুর ডাল ও দু’ কেজি চিনি। এই ছয় কেজি পণ্য কিনতে লাগবে ৪৬০ টাকা। এক্ষেত্রে ২ লিটার সয়াবিনের দাম পড়বে ১১০ টাকা লিটার হিসেবে ২২০ টাকা। ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনির দাম ১১০ টাকা। ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডালের দাম ১৩০ টাকা। ভর্তুকি দামে এসব পণ্য বিক্রি করবেন ডিলাররা। প্রথম দফায় ৩২ ডিলার ৮ উপজেলার ৩০ হাজার ৮৫০ জনের মধ্য পণ্য বিক্রি করবেন। সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্ডধারীদের মধ্যে এই বিক্রয় কার্যক্রম চলবে। আজ সকাল ১০টায় উপশহরের বি-ব্লকে এই কার্যক্রমের উদ্বোধন হবে।
যশোর সদরে ২১ হাজার ৭৪৬ ও যশোর পৌরসভায় ১২ হাজার ৩৬৫ জন, কেশবপুরে উপজেলায় ১১ হাজার ৬০৬ জন ও কেশবপুর পৌরসভায় ২ হাজার ৮৩৯ জন। ঝিকরগাছা উপাজেলায় ১১ হাজার ১৬০ জন ও ঝিকরগাছা পৌরসভায় ২ হাজার ৯৫ জন। মণিরামপুরে ১৮ হাজার ৯১৪ জন ও মণিরামপুর পৌরসভায় ২ হাজার ৭১২ জন। শার্শা উপজেলায় ১৫ হাজার ৮২৯ জন ও বেনাপোল পৌরসভায় ২ হাজার ৬০৯ জন, অভয়নগর উপজেলায় ৬ হাজার ৪৪০ জন ও নওয়াপাড়া পৌরসভায় ৫ হাজার ৭৩২ জন। বাঘারপাড়া উপজেলায় ১১ ৬২ জন ও বাঘারপাড়া পৌরসভায় ৭৫৮ জন। চৌগাছা উপজেলায় ৯ হাজার ৬২০ জন ও চৌগাছা পৌরসভায় ১ হাজার ৯৬১ জন।