নিজস্ব প্রতিবেদক
অব্যাহত বর্ষণ ও জোয়ারের পানির চাপে আতাই নদীর বাঁধ ভেঙে যশোরের অভয়নগর উপজেলার দুই গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে শান্তিপুর ও রামনগর গ্রামের অন্তত দুই শতাধিক পরিবার।
সোমবার (২৮ জুলাই) থেকে বাঁধের রিশিপাড়া এলাকায় নদীর পানি ঢুকতে শুরু করে। এতে শান্তিপুর ও রামনগর গ্রামে ফসলি জমি, মাছের ঘের ও গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে গেছে।
স্থানীয়রা জানান, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া আতাই নদীর দুর্বল বাঁধের প্রায় ২০০ মিটার অংশ ভেঙে যায়।
শান্তিপুর গ্রামের বাসিন্দা মিলন বিশ্বাস বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীর পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়েছে। বাঁধের দুর্বল অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় গ্রামে হাঁটুসমান পানি জমে আছে। মাছের ঘের ভেসে গেছে।
রামনগর গ্রামের বাসিন্দা সেলিম রহমান বলেন, আতাই নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ থাকলেও সংস্কার করা হয় না। যে কারণে বাঁধের দুর্বল অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকতে থাকে। প্রতি বছর বর্ষা মৌসুমে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করতে হয়। এই দুর্বল বাঁধকে টেকসই বাঁধে পরিণত করতে হবে। তাহলেই জোয়ারের পানি ঢোকা বন্ধ হবে।
সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, আমার ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে বাঁধ সংস্কারের ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল জানিয়েছেন, সিদ্ধিপাশা ইউনিয়নের ২টি গ্রামে জোয়ারের পানি ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। তারা ওই বাঁধের দুর্বল অংশে প্রাথমিক সংস্কারের উদ্যোগ নেবে বলে জানিয়েছে। তাছাড়া বর্ষা মৌসুমের পর ওই বাঁধের টেকসই সংস্কার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তারা।
আরও পড়ুন বাসা ভাড়ার ১০ লাখ টাকা ফাঁকি দিয়েছেন সঞ্জয় রয়েছে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ