নিজস্ব প্রতিবেদক
যশোরের ব্যবসায়ী আতাউর রহমান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আক্তারুজ্জামান আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আক্তারুজ্জামান যশোর সদর উপজেলার আরবপুর এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ এপ্রিল রাত ১০ টায় আতাউর রহমানকে আরবপুর এলাকায় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরের দিন তার মৃত্যু হয়। আতাউর যশোর সদর উপজেলার নূরপুর গ্রামে বসবাস করতেন। তার বাবার নাম ফিরোজ হায়দার। গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। এঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। ওই মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন আক্তারুজ্জামান। এ মামলায় পলাতক থেকে বুধবার আদালতে আত্মসমর্পণ করে আক্তারুজ্জামান।
