নিজস্ব প্রতিবেদক
যশোরে র্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাসান সর্দার গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার রাতে শহরের নিউমার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে যশোরের বড় অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের আবু বক্কর সরদারের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার জানান, দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের নিয়ে যশোরের বিভিন্ন এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমসহ মাদক কারবারের পরিচালনা করে আসছিলেন হাসান সর্দার। ২০১৫ সালের ১৮ জুলাই গভীররাতে যশোরের অভয়নগর উপজেলার তালতলা এলাকার পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকে হাসানের নেতৃত্ব একদল ডাকাত হানা দেয়। স্থানীয়রা খবর পেয়ে ডাকাত দলকে ধাওয়া করলে গ্রামবাসীর কাছে অস্ত্রসহ সে আটক হয়। ওই ঘটনায় ডাকাত সদস্যদের চাকুর আঘাতে আহত হয় হানিফ নামে স্থানীয় এক যুবক। পরে স্থানীয়রা হাসানকে গণপিটুনি দিয়ে অভয়নগর থানায় সোপর্দ করেন। এ ঘটনায় এসআই মোস্তাফা হাবিবুল্লাহ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৫ সালের ৯ আগস্ট আদালতে চার্জশিট জমা দেয় তদন্ত কর্মকর্তা। গত বুধবার এ মামলার রায়ে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।