নিজস্ব প্রতিবেদক
যশোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বহু ভাষায় শিক্ষার প্রসার, পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা এ প্রতিপাদ্যে রোববার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসক ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দিশার নির্বাহী পরিচালক রাহিমা সুলতানা, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মনিটারিং অফিসার আমিনুর রহমান।