নিজস্ব প্রতিবেদক
যশোর সাচ্চু ফুটবল কোচিং সেন্টারের আবাসিক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে বাছাইকৃত অনূর্ধ্ব-১৬, ১৭, ১৮ বছর বয়সী খেলোয়াড়রা প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। খেলোয়াড়দের আবাসনের ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামের আমেনা খাতুন ভিআইপি গ্যালারিতে।
প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার খো খো পরিষদের সভাপতি খায়রুল কবির চঞ্চল। সাচ্চু ফুটবল কোচিং সেন্টারের সভাপতি কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, সোনালী অতীত ক্লাবের সভাপতি মাহামুদুল্লাহ, ফুটবল প্রশিক্ষক হালিম রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহি পরিষদের সদস্য সোহেল আল মামুন নিশাদ। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য ছাড়াও সাবেক ফুটবলাররা উপস্থিত ছিলেন।