নিজস্ব প্রতিবেদক :
শিক্ষাতথ্য ও গবেষণা প্রতিষ্ঠান ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী যশোর শহরের রেলরাডে বাগমারাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যশোর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস।
প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. আছাদুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যেকোন ব্যক্তির জীবনমানের উন্নয়নে সর্বপ্রথম প্রয়োজন শিক্ষা। বিষয়টি শতধারায় অনুধাবন করে জাতির জনক সর্বপ্রথম শিক্ষার উন্নয়নে মনোনিবেশ করেছিলেন। দেশ এখন বিভিন্ন সূচকে উন্নতির শিখরে রয়েছে। তিনি বলেন, আমাদের যর যার অবস্থান হতে শিক্ষার উন্নয়নে কাজ করা উচিত। ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন সে কাজটিই ২০০৮ সাল থেকে নিরলসভাবে খুলনা বিভাগের জেলাগুলিতে করে যাচেছ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি কালীগঞ্জ সরকারি মাহতাবুদ্দিন কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, প্রধান শিক্ষক আছাদুজ্জামান, মাগুরা কল্যাণ ফোরামের সভাপতি মোহন মিয়া, সহসভাপতি শান্তিরাম বিশ্বাস। স্বাগত বক্তব্যে বিশ্বাস ওয়াহিদুজ্জামান বিগত সময়ে ফাউন্ডেশনের অর্জন ও সাফল্য তুলে ধরেন। পরিশেষে ২৬ জেলায় প্রায় ৫০০ জন আজীবন সদস্যের জীবনী সমৃদ্ধ আজীবন সদস্য জীবনী স্মারকগ্রন্থ এবং দ্বিমাসিক শিক্ষা ফাউন্ডেশন জার্নালের মোড়ক উন্মোচন করা হয়।