নিজস্ব প্রতিবেদক
যশোরে আলাদা দুইটি হেরোইন চোরাচালান মামলায় দুই মাদক কারবারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক ও অতিরিক্তি দয়রা জজ ফারজানা ইয়াসমিন এই রায় দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, বেনাপোল অগ্রণী ব্যাংক এলাকার রফিকুল ইসলামের ছেলে জাহান্দার আলম হিমু ও শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মজনু মিস্ত্রীর ছেলে রাজু হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মুস্তাফা রাজা ও অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১০ সালের ১৩ জুন কোতোয়ালি থানার পুলিশ যশোর-বেনাপোল মহাসড়কের তেঘরিয়া গ্রামের মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে। ওইদিন বিকেলে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে জাহান্দার আলম হিমুর দেহ তল্লাশি করে হাটুর নিচেয় এ্যাংলেট দিয়ে বাঁধা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় এসআই মিজানুর রহমান আটক হিমুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে আসামি হিমুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই সাব্বিরুল আলম। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি জাহান্দার আলম হিমুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জাহান্দার আলম হিমু পলাতক রয়েছে।
অপরদিকে, ২০১৮ সালের ১ জানুয়ারি শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কন্যাদহ বাজারে অভিযান চালায়। পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বাজারের একটি ওয়ার্কশপের সামনে থেকে রাজু হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহতল্লাশিকালে প্যান্টের পকেট থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় এসআই আনোয়ারুল আজিম বাদী হয়ে আটক রাজু হোসেনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে এসআই রফিকুল ইসলাম আটক রাজু হোসেনকে অভিযুক্ত করে ওই বছরের ২৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রাজু হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত রাজু হোসেন জেলহাজতে আটক আছে।