নিজস্ব প্রতিবেদক
যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই যুবক আহত হয়েছেন। এরা হলেন, সদরের নতুনহাট ছোট মেঘলা গ্রামের প্রান্ত ইসলাম (২০) ও শহরের খালধার রোড এলাকার আল আমিন হোসেন (১৯)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুইজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত প্রান্তর পিতা আশরাফুল ইসলাম জানান, শনিবার বিকেলে প্রান্ত মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে ঝিকরগাছা যাচ্ছিল। প্রতিমধ্যে গাজীর দরগা তেল পাম্পের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা লাগে। এসময় পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। পথচারীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এদিকে আল আমিনের পিতা আনোয়ার হোসেন রতন জানান, একইদিন বিকেলে আল আমিন বাসা থেকে বের হয়ে নতুন বাজারে যাওয়ার জন্য বের হয়। প্রতিমধ্যে আরএন রোডের আকাশ দ্বীপ ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, অল্প সময়ের ব্যবধানে দুইজনকে উদ্ধার করে নিয়ে আসে। তারা মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। সংস্লিষ্ট ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।