নিজস্ব প্রতিবেদক
রোববার দিপান্বিতা অমাবস্যা তিথির গভীররাতে আনুষাঙ্গীক মাঙ্গলিক ধর্মীয় আচারানুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শ্যামাপূজা সম্পন্ন হয়েছে। অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আনয়নে ভক্তবৃন্দ এ মহাশক্তির বন্দনা করা হয়। ভক্তদের বিশ্বাস মহাশক্তির আরাধনায় সকল অশুভ শক্তির বিনাশ হয়ে অন্ধকার থেকে আলোর পথ সুগম হয়। শাস্ত্রীয় মতে ভূতচতুর্দশীর পর অমাবশ্যার পূর্ণতিথিতে গভীররাতে উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় আচারানুষ্ঠানে সারা দেশের সাথে যশোরেও অনুষ্ঠিত হয় এ মহাশক্তির বন্দনা।
এছাড়া সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে আলোক উৎসবের আয়োজন করে সনাতন বিদ্যার্থী সংসদ যশোর। ১০৮টি প্রদীপ ও ১ হাজার ৮টি মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে আলোকিত করা হয় কলেজের কলা ভবন প্রাঙ্গণ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন প্রধান অতিথি প্রফেসর মর্জিনা আক্তার রোজি। বিশেষ অতিথি ছিলেন যশোর রামকৃষ্ণ আশ্রমের উপাধ্যক্ষ স্বামী আত্মবিভানন্দ মহারাজ, একাত্তরের ঘাতক দালাল নিমৃূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল, সনাতন বিদ্যার্থী সংসদ যশোর জেলার সাবেক প্রধান সমন্বয়ক বিশ্বজিৎ মজুমদার, সভাপতি বিদ্যুৎ দে, এমএম কলেজ শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
সার্বজনীন ও ব্যক্তি উদ্যোগে বিভিন্ন বাসা-বাড়ি ছাড়াও যশোর শহরে শতাধিক দৃষ্টিনন্দন পূজা মন্দির ও মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যার পর প্রতিটা পূজা মন্দির-মণ্ডপে শ্রীশ্রী শ্যামা বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। বিগ্রহ স্থাপনের পর আনুসাঙ্গিক সকল প্রস্তুতি সম্পন্নের পর গভীর রাতে পূজা শুরু হয়ে সূর্যোদয়ের আগে পূজা সম্পন্ন হয়। এরপর মঙ্গলবার সকালে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দীপাবলী উৎসব ও শ্রীশ্রী শ্যামা পূজা যশোরে আয়োজনের ঐতিহ্যের ধারাবাহিকতায় বরাবরের মত এবারও ব্যতিক্রমী সব আয়োজন করা হয়েছে। শ্রীশ্রী শ্যামাপূজায় প্রতিমা নির্মাণ শৈলী, সুদৃশ্য মণ্ডপ, তোরণ নির্মাণ ও আলোকসজ্জায় এক নতুন মাত্রা এসেছে। কারুকার্যময় মণ্ডপ নির্মাণে এবারও চমকপ্রদ থিম সংযোজন করা হয়েছে। এছাড়া এবারও প্রতিমা নির্মাণ শৈলী, সুদৃশ্য মণ্ডপ, তোরণ নির্মাণ ও উন্নত আলোকসজ্জায় বিমোহিত হয়ে যশোর ছাড়াও অন্যান্য জেলা থেকে দর্শনার্থী ও ভক্তবৃন্দে বিমোহিত করবে বলে জানিয়েছেন বিভিন্ন আয়োজকবৃন্দ।

 
									 
					