নিজস্ব প্রতিবেদক: ‘মাদক সেবন রোধ করি; সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে মাদকদ্রব্যর অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় জেলা প্রশাসক চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ পরিচালক খন্দকার হুমায়ন কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাইদ-উর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সীমান্তবর্তী জেলা হওয়াতে যশোর ছড়িয়ে গেছে মাদক। তার পরেও জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়েজিত সবাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। না হলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আর একটি পরিবারে যদি একজন মাদক সেবক থাকে; তাহলে সেই পরিবারে কষ্টের সীমা থাকে না। তাই আগে এই মাদক কে না বলতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে মাদকদ্রব্যর অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার ২১ বিজয়ীর মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।