নিজস্ব প্রতিবেদক
যশোরে রিয়াজ হোসেন রাজ (২৫) একজনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় শহরের টাউনহল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে। তিনি শহরের রায়পাড়া ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা। তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাজ জানান, সমাবেশের মধ্যে আচমকা একজন তার পেটে ছুরিকাঘাত করে সটকে পড়ে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মো. আলী হাসান জানান, তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তার অবস্থা আশংকাজনক।