নিজস্ব প্রতিবেদক: বুধবার যশোরে ইউনেস্কো’র কর্মশালা অনুষ্ঠিত হয়। সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা শিরিন সুলতানা। বক্তব্য রাখেন, যশোর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশীদ, জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ইউনেস্কো ক্লাবের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরী ।
কর্মশালার ওপর একটি সংক্ষিপ্ত তথ্য চিত্র উপস্থাপন করেন সংগঠনের জাতীয় সমন্বয়ক হাবিবুল হায়দার চৌধুরী। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা ইউনেস্কো’র গ্লোবাল সিটিজেন বিষয়ক কর্মশালা শিক্ষার্থীদের মাঝে মেধা, শক্তি ও জ্ঞান ভিত্তিক দক্ষতা বৃদ্ধি করবে বলে আগ্রহ প্রকাশ করেন। কর্মশালায় বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা অংশগ্রহণ করেন ।