নিজস্ব প্রতিবেদক
যশোরে ইজিবাইক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হাফেজা বেগম (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার যশোর-ছুটিপুর সড়কের এড়েন্দা বাজারে এই ঘটনাটি ঘটে। নিহত হাফেজা ঝিকরগাছা উপজেলর কায়েমখোলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। এ ঘটনায় মৃতের স্বামী হাবিবুর রহমান ও ইজিবাইক চালক নাসির হোসেন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
পুলিশ ও মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছে, শনিবার হতাহতরা ইজিবাইক যোগে কায়েমখোলা থেকে যশোর শহরে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে এড়েন্দা বাজারে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকটি উল্টে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই হাফেজা খাতুন নিহত হন ও বাকি দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে জরুরি বিভাগের চিকিৎসকরা হাফেজাকে মৃত ঘোষণা করে। বাকীদের অবস্থাও আশাঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নিয়েছে। এই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
