নিজস্ব প্রতিবেদক
যশোর পুলিশ ইজিবাইক চোরচক্রের সদস্যসহ ৪ জনকে আটক করেছে। এ সময় চুরি যাওয়া ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চুরি হওয়া ইজিবাইক মালিক জাহিদ হাসান কোতোয়ালি থানায় মামলা করেছেন।
আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার বলাডাঙ্গা কাজীপুরের দেলোয়ার হোসেনের ছেলে বর্তমানে শহরের বেজপাড়া কবরস্থান রোডের অ্যাড. মিলনের বাড়ির ভাড়াটিয়া সাব্বির মীর ওরফে রাকিব (১৮), সদর উপজেলার রামনগর স্কুলপাড়ার মোতাহার সরদারের ছেলে সবুজ সরদার (২৬), সদর উপজেলার হাটবিলা গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও মাগুরার শালিখা উপজেলার ভারতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে মনু মিয়া (২২)।
পুলিশ সূত্র জানায়, গত ১৪ আগস্ট রাত পৌনে ৯টার দিকে শহরের বঙ্গবন্ধু ম্যুরালের মোড় থেকে ২ যুবক রাব্বি নামে একজন চালকের ইজিবাইক ভাড়া করেন। পরে তারা বিভিন্ন স্থানে ঘোরাঘুরির এক পর্যায়ে রাত ৯টার দিকে ইজিবাইকে করে সার্কিট হাউসের পেছনের একটি গলিতে যান। এ সময় চালক রাব্বি প্র¯্রাব করার জন্য বাইরে গেলে এই সুযোগে যাত্রীবেশি যুবকরা ইজিবাইক চুরি করে নিয়ে যায়। বিষয়টি চালক রাব্বি ইজিবাইকের মালিক জাহিদ হাসানকে জানান। জাহিদ হাসান শহরের পুরাতন কসবার বাসিন্দা। পরবর্তীতে জাহিদ হাসান বঙ্গবন্ধু মুর্যাল মোড় এলাকায় স্থাপিত সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দেখতে পান, দুই যুবক ইজিবাইকে উঠছে। এরপর তিনি বিভিন্ন লোকজনকে ফুটেজে ধরা পড়া যুবকদের দেখিয়ে জানতে চান তারা তাদের চেনেন কি-না। এক পর্যায়ে স্থানীয় লোকজন চিনতে পারেন যে, ওই দুই যুবক মনু মিয়া ও রাকিব। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জাহিদ হাসান উল্লিখিত ২ যুবককে জজ কোর্ট মোড় এলাকায় দেখতে পেয়ে চিনতে পারেন। সাথে সাথে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে সেখান থেকে তাদের আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই ইজিবাইক ক্রেতা সবুজ সরদারকে রাজারহাট এলাকা থেকে আটক করে। পরে সবুজ সরদারের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার রূপদিয়া বাজারের একটি দোকান থেকে চুরি যাওয়া ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার এবং দোকান মালিক দেলোয়ার হোসেনকে আটক করে।