নিজস্ব প্রতিবেদক
যশোরে ইজিবাইক-সিএনজি সংঘর্ষে বিশ্বজিৎ দাস (৫২) নামে একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে খাজুরা বাসস্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে। তিনি সদরের হামিদপুর ঘোষপাড়ার বাসিন্দা।
আহত বিশ্বজিৎ বলেন, খাজুরা বাসস্ট্যান্ড থেকে ইজিবাইক যোগে হামিদপুর যাওয়ার পথে খাজুরা পেট্রোল পাম্পের সামনে পৌছালে বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির সিএনজি ইজিবাইকের সামনের অংশে আঘাত হানে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ জানান, তার ডান পায়ের হাড় তিন জায়গায় ভেঙ্গেছে বলে ধারণা করা হচ্ছে। এক্সে-রিপোর্ট পেলে নিশ্চিত করে বলা সম্ভব হবে।