নিজস্ব প্রতিবেদক
যশোরে চারশ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২৭ নভেম্বর রাতে সদর উপজেলার হামিদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ।
আটককৃতরা হলো, শহরের পূর্ব বারান্দীপাড়ার তরিকুল ইসলামের ছেলে সদর উপজেলার হামিদপুর গ্রামের মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া তাইজুল ইসলাম রাজন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দয়াপুর গ্রামের মৃত আমজাদ আলী মন্ডলের ছেলে অলিয়ার রহমান ও বরগুনা জেলার আমতলী উপজেলার চরকগাছি গ্রামের আব্দুল হালিম হাওলাদারের মেয়ে এবং আটক অলিয়ার রহমানের স্ত্রী সুমি আক্তার।
যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকের কারবার করে আসছিল বলে জানতে পারে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ নভেম্বর রাতে যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় ওই বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
এই ঘটনায় ওইদিনই তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
