নিজস্ব প্রতিবেদক
যশোরে ১৭৭ পিস ইয়াবাসহ পৃথক স্থান থেকে দু’জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া (গোলামপট্টি) মৃত রবিউল ইসলাম গাজীর ছেলে আরমান শেখর ও সদর উপজেলার মুড়লি (খাঁ পাড়া) এলাকার শহর আলী মোড়লের ছেলে সাজ্জাদ হোসেন সজিব।
কোতোয়ালি থানা মতে, মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় থানার এক এসআইসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পান সদর উপজেলার মুড়লির মোড়স্থ ভাই ভাই অটো মোবাইল দোকানের সামনে থেকে সাজ্জাদ হোসেন সজিবকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে, ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাসসহ একদল পুলিশ শহরের পুরাতন কসবা কাজীপাড়া (গোলামপট্টি) জনৈক আশাদুল ইসলামের বাড়ির সামনের গলি রাস্তার উপর থেকে ২১ মার্চ বিকালে আরমান শেখরকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।