নিজস্ব প্রতিবেদক
একশ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলো, শহরতলীর কৃষ্ণবাটি গ্রামের আব্দুর রশিদ গাজীর ছেলে মাহিম ইসলাম (২৩) এবং তুহিন হাওলাদারের ছেলে ইয়াসিন হাওলাদার (২৪)।
ডিবির এএসআই নাজমুল ইসলাম জানিয়েছেন, গত রোববার রাত নয়টার দিকে কৃষ্ণবাটি গ্রামের একটি মুদি দোকানের সামনে থেকে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
