নিজস্ব প্রতিবেদক
যশোরে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই বোনকে আটক করেছে র্যাব। তবে ইয়াবা চালানের মালিক খালধার রোডের জাকারির ছেলেকে আটক করতে পারেনি বলে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দিয়ে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, যশোর শহরের বকচর কবরস্থান রোডের লুৎফর রহমানের দুই মেয়ে ফরিদা বেগম ওরফে সাহেবা এবং বকচর মাঠপাড়ার ফাতেমা বেগম।
র্যাব ক্যাম্প যশোরের কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১২টার দিকে শহরের বকচর এলাকায় অভিযান চালিয়ে ফরিদাকে আটক করা হয়। পরে ফরিদার দেয়া তথ্যের ভিত্তিতে তার দেখানো বাড়ির বাথরুমের ফ্লাস ট্যাংকির মধ্যে থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তার আরেক বোন ফাতেমাকে আটকের পর জিজ্ঞাসাবাদে তার ঘরের মধ্যে থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি আবু তাহের বাদী হয়ে ওই দিন গভীর রাতে আটক দুই বোনের বিরুদ্ধে রাতেই কোতোয়ালি থানায় মামলা করেন।
স্থানীয়রা জানিয়েছে, ইয়াবার মালিক খালধার রোডের জাকারিয়ার ছেলে রয়েছে ধরাছোঁয়ার বাইরে। দীর্ঘদিন ধরে ওই দুই নারীদের দিয়ে বড় চালানে ইয়াবার ব্যবসা করে আসছেন তিনি।
