নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদক বেচাকেনার অভিযোগে পুলিশ দুই যুবককে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ আটক করেছে। মঙ্গলবার রাতে শহরের শ্রীধরপুকুর পাড় বেজপাড়া টিএন্ডটি কোয়ার্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।
তারা হলো, শহরের বারান্দীপাড়া (মোল্লাপাড়া বাঁশতলা সোহেলের বাড়ির ভাড়াটিয়া) ইনছান মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল ও সিটি কলেজপাড়া (বউ বাজার জামাল শেখের বাড়ির ভাড়াটিয়া) আব্দুস ছালামের ছেলে মোক্তার হোসেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় বুধবার মাদক আইনে মামলা হয়েছে।
থানার এক এসআই গত ২৫ এপ্রিল দিবাগত গভীর রাতে শহরের বেজপাড়া শ্রীধরপুকুর পাড় টিএন্ডটি কোয়ার্টারের সামনের রাস্তার উপর কতিপয় যুবক ইয়াবা বেচাকেনার করছে। খবর পেয়ে রাত ৩ টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় রবিউল ইসলাম রুবেলের পকেটে থাকা ১২ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২১ হাজার ৬২২ টাকা ও মোক্তার হোসেনের কাছে থাকা ১০পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হয়।
