নিজস্ব প্রতিবেদক
যশোরে ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকাল ৮টার দিকে সদরের নিউমার্কেট এলাকা থেকে হোসনে আরা (৪৬) নামে ওই নারীকে ১৮শ ৮০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। সে কুমিল্লা জেলার মতলব থানার মিজিবাড়ী গালিমখার মৃত খলিল বেপারীর মেয়ে।
র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান জানান, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে একজন নারী মাদক বিক্রেতা ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে বহন করে বিক্রয় করার উদ্দেশ্যে বাসে করে যশোর আসছে। এমন সংবাদের ভিত্তিতে মনিহার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি হোসনে আরাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮শ ৮০ পিছ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন:ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ডে বারবার নেতিবাচক সংবাদের শিরোনাম যবিপ্রবি