নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ষষ্ঠীতলায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে নগদ আড়াই লাখ টাকা ও ইয়াবা ট্যাবলেটসহ রেখা বেগম নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। রেখা বেগম একই এলাকার হাফিজুর রহমান মরার স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর জেলা কার্যালয়ের ক-সার্কেলের ইনসপেক্টর মো. লায়েক উজ্জামান জানান, দুপুরে তারা গোপন সূত্রে খবর পান যে, ষষ্ঠীতলা বিপি রোডের একটি বাড়িতে মাদকদ্রব্য বিকিকিনি হচ্ছে। এ খবর পেয়ে দুপুর ২টার দিকে তারা ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে রেখা বেগম নামে একজন চিহ্নিত মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ২ লাখ ৪৬ হাজার ২শ’ টাকা উদ্ধার করা হয় বলে লায়েক উজ্জামান বলেন। এ ঘটনায় আটক রেখা বেগমের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।