নিজস্ব প্রতিবেদক
ইলেকশন রিপোর্টিং বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে যশোরে তিন দিনব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার সমাপনী দিনে শহরের একটি হোটেলের মিলনায়তনে সমাপণী ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক সমাজ ও দেশ বিনির্মাণে সবচেয়ে বড় ভূমিকা রাখে সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা। কিন্তু বর্তমানে কিছু অসাংবাদিক যুক্ত হওয়ায় মূলধারার সাংবাদিকদের কিছুটা সম্মান ক্ষুন্ন হচ্ছে। আগামী নির্বাচনে নীতি নৈতিকতার সাথে সাংবাদিকতার বরার আহ্বান জানান তিনি। সেই সাথে তিনি সাংবাদিক প্রশিক্ষণ আয়োজনের প্রশংসা করে আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
সমাপনী বক্তব্যে নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী বীরমুক্তিযোদ্ধা শহিদুজ্জামান বলেন, নিউজ নেটওয়ার্ক দীর্ঘ বছর ধরে সাংবাদিকতার গুণগত পরিবর্তন ও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করছে। এটা কেবলই দেশের প্রতি দায়বদ্ধতার প্রকাশ।
এসময় বক্তব্য রাখেন, ইন্টারনিউজের বাংলাদেশ গ্রোগ্রাম কর্মকতা শাখাওয়াত হোসাইন, তিনব্যাপী কর্মশালার প্রশিক্ষক দ্য রিপোর্ট ২৪ ডটকমের উপদেষ্টা সম্পাদক সুলতান মাহমুদ ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, নিউজ নেটওয়ার্কের
প্রোগ্রাম স্পেশালিস্ট রেজাউল করিম ও ট্রেনিং কো-অর্ডিনেটর জিয়াউর রহমান এবং প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন রিমন খান, মিলন রহমান, আশরাফুল আজাদ, প্রণব দাস, তহমিনা বিশ^াস, ইন্দ্রজিৎ রায় ও স্বপ্না দেবনাথ।
প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনের উপাদান, পদ্ধতি, নির্বাচন রিপোর্টিংয়ের ধাপ, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, মেল ইনফরমেশন ও সাইবার নিরাপত্তা আইন, ডিজিটাল হাইজিন, ফ্যাক্ট চেকিং ও ভেরিফিকেশন, সাংবাদিকদের কোড অব কন্ডাক্ট, ফিজিক্যাল সেফটি বিষয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে যশোরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষকদের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেশন, অংশ নেয়া সাংবাদিকদের গ্রুপ ওয়ার্ক ও প্রশ্নোত্তর পর্বে প্রশিক্ষণটি ছিল মুখর ও প্রাণবন্ত।