নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন বলেন, ডিজেল, কেরোসিন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। আর মানুষের ক্রয়ক্ষমতা কমছে। যেদিন আমাদের দেশে তেলের দাম বেড়েছে, ঠিক সেদিনই প্রতিবেশি রাষ্ট্রে তেলের দাম কমেছে।
রোববার বিকালে শহরের পুরাতন টার্মিনালে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন দলের জেলা শাখার সহসভাপতি মফিজুল আলশ খোকা, সাংগঠনিক সম্পাদক হাফেজ মহাসিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবু যর, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সরদার, দফতর সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, আবুল বাশার, আবদুল গফফার, কাইজুল ইসলাম, আবদুল আহাদ মানিক প্রমুখ।