নিজস্ব প্রতিবেদক
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় যশোরে ঈদের আগে খাদ্য পণ্য প্রদান করলেন যুবলীগ নেতা ও শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যাংক যশোরের প্রতিষ্ঠাতা দেবাশীষ রায়।
শহরের বেজপাড়া গয়ারাম রোড বালুর মাঠে তিন শতাধিক গরীব মানুষের মাঝে খাদ্য পণ্যের প্যাকেট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ। বক্তৃতায় দেবাশীষ রায় বলেন, সফল রাষ্ট্রনায়ক, দেশরতœ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে যুবলীগই হবে অগ্রসৈনিক। প্রধানমন্ত্রী এবার ঈদে মানুষের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তারই অংশ হিসেবে যুবলীগ এগিয়ে এসেছে। তাই এবার গরীবের ঈদ হাসি আনন্দে কাটবে বলে মন্তব্য করেন সাবেক এই ছাত্রনেতা। ঈদ উপহার হিসেবে প্রতি ব্যাগে পোলাও চাল, সেমাই, চিনি ও তেলের বোতল দেয়া হয়েছে।
ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা দেবাশীষ দাস দেবু, নিয়াজ মাহমুদ শাহীন, মহিদুল ইসলাম, সামিউল হক সাকিল, রেজাউল হক খান টিপু, সাদমান সৌমিক দ্বীপ, এমএম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা সৈয়দ হাসান অনিন্দ্যসহ অন্যরা।