নিজস্ব প্রতিবেদক
যশোরে ঈদুল ফিতরের নামাজ আদায়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) যশোর কেন্দ্রীয় ঈদগাহসহ জেলার ৮১টি স্থানে এ বছর ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
প্রথমবারের মতো যশোর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের দুটি জামাত। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইয়াসিন আলম। একই স্থানে সকাল ৯ টায় আরও একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে ইমামতি করবেন জজকোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইলিয়াস।
যশোর পৌরসভার ব্যবস্থাপনায় ইতোমধ্যে ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একবারে ১৫ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে যশোর কেন্দ্রীয় ঈদগাহ।
যশোর পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ জানান, ঈদ উপলক্ষে যশোর পৌরসভাকে বর্ণাঢ্য রূপে সাজানো হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া জেলার প্রধান ঈদ জামাতের জন্য যশোর ঈদগাহ ময়দানে প্যান্ডেল তৈরির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে সরকারি মডেল মসজিদ ও কালেক্টরেট মসজিদকে ঈদ জামাতের জন্য বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, জেলার আটটি উপজেলার ৮১ টি স্থানে এবারের ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর বাইরেও এলাকাগতভাবেও ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।