নিজস্ব প্রতিবেদক
যশোরে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। ৫ জুলাই দুপুরে সদর উপজেলার হামিদপুর গ্রামের এই ঘটনায় অভিযান চালিয়ে একটি চাকুসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
অপহৃত সোহান পারভেজ ভায়না গ্রামের দক্ষিণপাড়ার ফারুক আজমের ছেলে। আটককৃতরা হলো, একই এলাকার ভায়না-ছাতিয়ানতলা গ্রামের মকছেদ আলী মোল্যার ছেলে মিরাজ হোসেন, আব্দুর রশিদের ছেলে নিশান, হামিদপুর গ্রামের শওকত মাহমুদের ছেলে সিজান মাহমুদ ও চাঁচড়ার নুরুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম।
ভুক্তভোগী সোহানের মা কানিজ ফাতেমা জানিয়েছেন, তার ছেলে সোহান পারভেজ ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী। গত ৪ জুলাই দুপুরে হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। এসময় রাস্তা থেকেই তাকে অপহরণ করে নিয়ে যায় ওই দুর্বৃত্তরা। এলাকার একটা আমবাগানে আটকে রেখে মোবাইল ফোনে সোহানের মায়েরে কাছে তারা ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সাথে সাথে সোহানের মা সদর উপজেলার চাঁদপাড়া পুলিশ ক্যাম্পে অবহিত করেন। এরপরে পুলিশ অভিযান চালিয়ে সোহানকে উদ্ধারসহ ওই চার দুর্বৃত্তকে আটক করা হয়। তবে আটকের স ময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হুমায়ুন আহমেদ জানান-সোহানের মা অভিযোগ দেয়ার সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। কিশোর গ্যাংয়ের সদস্যরা কোনো কিছু বুঝে উঠার আগেই তাদের চাকুসহ আটক করতে সামর্থ হয়েছি। তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক চাকু উদ্ধার হয়েছে।

 
									 
					