নিজস্ব প্রতিবেদক
যশোরে আরো এক কৃষকের ধান কেটে দিয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সদর উপজেলার নিমতলী গ্রামের হাফিজুর মোল্যার ৫২ শতক জমির ধান কেটে দেন তিনি।
এর আগে সদর উপজেলার খাটরা বলরামপুর গ্রামের জাকির হোসেন মিন্টুর দেড় বিঘা জমির ধান কাটার পাশাপাশি বাড়িতে থাকা আরো ১০ কাটা জমির ধান মাড়াই করে দিয়েছিলেন বিপুলের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা।
সুবিধাভোগী কৃষক হাফিজুর মোল্যা বলেন, ‘প্রচুর গরমের কারণে কাজ করতে পারছিলাম না। হাতে টাকা না থাকায় শ্রমিক দিয়ে কাটাও সম্ভব হচ্ছিলো না। বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্যা ও সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ইমরান আলীকে বলেছিলাম। তারা আশ্বস্ত করেছিলেন। শনিবার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের নেতৃত্বে তারা আমার এক বিঘা জমির ধান কেটে দিয়েছেন। এখন বেশ স্বস্তিতে আছি।’
ধান কাটায় আরোও অংশ নেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগনেতা রাজু আহমেদ, কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, মুরাদ হোসেন, সেলিম হোসেন, ইউনিয়ন যুবলীগনেতা শফিকুল ইসলাম শাওন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, ছাত্রলীগনেতা তসিকুর রহমান রাসেল, ইউনিয়ন ছাত্রলীগনেতা রায়হান হোসেন প্রমুখ।
আনোয়ার হোসেন বিপুল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আমাদের বিপদগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী আমরা সমস্যায় থাকা কৃষকের তালিকা করে মাঠে নামি। সেই তালিকা ধরে কাজ চলছে।
