নিজস্ব প্রতিবেদক
যশোরে এক কেজি গাঁজাসহ খাইরুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে শহরের চাঁচড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে পর দিন শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক খাইরুল ইসলাম বেনাপোলের ঘিবা গ্রামের লুৎফর রহমানের ছেলে।
যশোর চাঁচড়া ফাঁড়ি পুলিশের এএসআই তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চাঁচড়া মাছের পোনা বিক্রয় কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে খাইরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দিয়ে তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।