নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলীর আরবপুর মোড় এলাকার মুন্তাজ আলীর বাড়ির সামনের রাস্তায় প্রাচীর দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে প্রতিবেশীরা। মাথাসমন প্রাচীর টপকিয়ে রাস্তায় আসতে এ পরিবারের সদস্যদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ওই পরিবারের দুই সদস্য পুলিশ হওয়ায় তাদের হুমকি-ধামকিতে দিশেহারা পরিবারটি। বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মুন্তাজ আলীর ছেলে রুবেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন তার পিতা মুন্তাজ আলী ও স্ত্রী সোহানা পারভীন জ্যোতি।
লিখিত বক্তব্যে রুবেল হোসেন বলেন, ‘আরবপুর মোড় উত্তরপাড়ায় তাদের বসবাস। তার মায়ের নামের জমির উপর বাড়িঘর তৈরি করে দীর্ঘ বছর ধরে বসবাস করে আছেন তাদের পরিবার। বাড়ির সামনে পৌরসভার পাকা রাস্তা। কিছুদিন আগে আমাদের জায়গায় একটি নলকূপ বসানোর কাজ করছিল মিস্ত্রিরা। এ সময় প্রতিবেশী মকলেসুর রহমানের দুই ছেলে পুলিশ সদস্য রুহুল আমিন ও আল আমিন কাজ বন্ধ করে দেয়। এরপর কোন কিছু বুঝে ওঠার আগে তারা আমাদের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তায় প্রাচীর দিয়ে ঘিরে দেয়। ফলে বাড়ি থেকে বের হওয়ার কোন রাস্তা নেই। এ ঘটনায় ১৭ জুলাই কোতোয়ালি থানায় অভিযোগ দিলে উভয় পক্ষকে থানায় ডাকা হয়। সবকিছু মানলেও রুহুল আমিন ও আল আমিন রাস্তার প্রাচীর উঠাবেন বলে চলে আসে। একই সাথে থানায় অভিযোগ দেয়ায় তারা তার পরিবারের সদস্যদের দেখে নেয়ার হুমকিও দেয়। বর্তমানে বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় প্রাচীর দিয়ে ঘিরে রাখায় অবরুদ্ধ হয়ে আমার পরিবার মানবেতর জীবনযাপন করছে। এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।
