নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শংকরপুরে সাজ্জাদুল ইসলাম শান্ত (৪৫) নামে একজনের ছুরিকাঘাত করা হয়েছে। তাকে বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শান্ত জানান, শনিবার সকালে পূর্ব শত্রুতা জেরে একই এলাকার রাব্বি হোসেন (২৮) তার বাড়িতে গিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বাড়ির লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, তার বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।