নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া থেকে মুর্শিদ আলম ফারাবী (২৮) নামে এক এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বাঘারপাড়া বন্দবিলার ধর্মগাতী গ্রামের মহসীন আলীর ভাড়াবাড়ির ঘর থেকে দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার তালা থানার হরিহর নগর গ্রামের মোক্তার সরদারের ছেলে।
তার সহকর্মীরা জানান, নিজ এলাকায় অর্পি নামে একটি মেয়ের সঙ্গে প্রেমজ সম্পর্ক ছিলো ফারাবীর। অর্পিতার কয়েক মাস পূর্বে অন্যত্র বিয়ে হয়ে যায়। তারপর থেকে ফারাবি খুব বেশি বাড়ি যাতায়াত করতেন না। শুক্রবার (২৫ অক্টোবর) খাওয়া-দাওয়া শেষে তিনি তার ঘরে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে শনিবার তার কোন সাড়া শব্দ না পেয়ে থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, মূর্শিদ আলম ফারাবীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। বাড়ির লোকজন আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তার মরদেহ হস্তান্তর করা হবে।
