নিজস্ব প্রতিবেদক
যশোরে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এনটিভির ২২ বছরে পদার্পণের দিনটি। বুধবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন।
প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোস বসু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।
আলোচনা সভা শেষে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন।