নিজস্ব প্রতিবেদক
যশোরের আরো একজন সাংবাদিক মারা গেছেন। এবার মৃত্যুর খবর এসেছে মতিনুজ্জামান মিটুর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গতরাতে ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এনিয়ে চলতি রমজানে যশোরের তিন জন সাংবাদিক মারা গেলেন। মতিনুজ্জামান মিটুর আগে সাংবাদিক এমএ মান্নান মিয়া ও শাহানারা বেগম মারা যান।
তার মরদেহ আজ দুপুর ২ টায় প্রেসক্লাব যশোরে আনা হবে শ্রদ্ধা জানাতে। বাদ আছর কাজীপাড়া কাঁঠালতলা মসজিদে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হবে।
মতিনুজ্জামান মিটু প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ দৌলা মিথুন ও ব্যবস্থাপনা সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ কর্মরতরা। নেতৃবৃন্দ তার রূহের মাগফেরাত কামনা করেছেন।
এদিকে, মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। নেতৃদ্বয় এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশন যশোর, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোরের নেতৃবৃন্দ।