নিজস্ব প্রতিবেদক
এসএসসি ’৮৭ যশোর জেলা সম্মেলন শুক্রবার দিনব্যাপি জাকজমকভাবে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সম্মেলন প্রস্তুত কমিটি আহবায়ক আকমাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন শফিকুল কবির অপু, খান তাজউদ্দিন তাজ, মাইদুল ইসলাম সাইফুল, শহিদুল হক রাহাত, এমদাদুল হক পল্টু, শহিদুল ইসলাম শহিদ, খন্দকার সেলিম রেজা নয়ন। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী জেলা পরিষদ আসাদুজামান। উপস্থিত ছিলেন,
সাধারণ সম্পাদক চৌগাছা নুরু ইসলাম, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় এসএম রফিকুল ইসলাম, মোস্তাক হোসেন পলাশ, সদর উপজেলা সাজাদুজামান মুকুল, খাজুরা রবিউল ইসলাম, সেলিম ইকবাল সেলিম, মণিরামপুর আসাদুর জামান মিন্টু, রবিউল জামান রবি খয়েতলা স্কুল, নরসিন্দী কৃষ্ণ প্রসাদ সাহা, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় আব্দুল জব্বার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নাছিরুজ্জামান মল্লিক।
আরও পড়ুন:যশোরে ৫০ গৃহহীন পরিবারের স্বপ্ন পূরণ