নিজস্ব প্রতিবেদক: যশোরে ওয়াজ মাহফিল উপলক্ষে টাকা তোলাকে কেন্দ্র করে মারামারিতে দুইজন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে শহরের আশ্রম রোড মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, যশোর শহরের আশ্রম রোড মহিলা মাদ্রাসা এলাকার রাকিবুল ইসলাম শয়ন (৩০) ও আনসার ক্যাম্প চোপদার পাড়া আকবরের মোড়ের মেহেদি হাসান অন্তর (২১)। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে আশ্রম রোড মসজিদের সামনে আহাদ, মাহফুজ, মাসুদ, শয়ন, তাজু, ইমন, বাবু ও মেহেদি ওয়াজ মাহফিলের টাকা তোলার সময় আনসার ক্যাম্প চোপদার পাড়া আকবরের মোড়ের মেহেদি হাসান অন্তর একই এলাকার হানিফ, আশ্রম রোডের আকাশসহ ৮/১০ জন চাঁদা দেওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাকিবুল ইসলাম শয়নের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
অপরদিকে মেহেদি হাসান অন্তর জানান, বোন ভাগ্নিকে নিয়ে রিকশায় আশ্রমরোড মসজিদের সামনে আসলে ওয়াজ মাহফিলের জন্য চাঁদা চায়। দিতে অপারাগতা প্রকাশ করায় তর্কবিতর্কের মধ্যে তুহিনসহ আট দশজন মারপিট শুরু করে। পিছন থেকে দা দিয়ে কুপিয়ে জখম করে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রশিদ বলেন, আহত দুইজনকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ৩১ মার্চ ও ১ এপ্রিল দুইদিন ব্যাপি আশ্রমরোড মহিলা মাদ্রাসা ময়দানে স্থানীয় যুবকরা ওয়াজ মাহফিলের আয়োজন করেছে।