নিজস্ব প্রতিবেদক
যশোরে কওমি মাদরাসা পরিষদের উদ্যোগে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর শহরের খুলনা বাসস্ট্যান্ড জামে মসজিদে খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদ যশোর সদর থানা শাখার উদ্যোগে এ শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
শিক্ষা সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাসান আসজাদ মাদানী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মাহফুজুল হক।
সভায় সভাপতিত্ব করেন, খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদ যশোর সদর থানা শাখার সভাপতি মুফতি শামছুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ারুল করীম যশোরী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা নাসিরুল্লাহ, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা আব্দুল হালিম প্রমুখ।