নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও ‘জাতীয় শোক দিবস’ স্মরণে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের আয়োজনে ‘কথা ও কবিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক অনুষ্ঠান হয়েছে।
বুধবার সকালে যশোর জেলা শিশু একাডেমি প্রাঙ্গনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির পরিচালক ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. শাহাদৎ হোসেন নিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক দীপংকর দাস রতন। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব সাজ্জাদ গনি খাঁন রিমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৌভিক দাস স্বচ্ছ।
অনুষ্ঠানে আলোচনা সভার পূর্বে শিশু আবৃত্তি শিল্পীরা বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি করেন।