শাহারুল ইসলাম ফারদিন: যশোরে শতভাগ নাগরিককে ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ৪ জুন হতে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী পালিত হচ্ছে ‘কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহ’। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শনিবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত এ টিকা কার্যক্রম চলবে।
করোনাভাইরাসের গণটিকাদানের কর্মসূচিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিছুটা ভোগান্তি ও বিশৃঙ্খলা থাকলেও টিকা গ্রহীতাদের মধ্যে দেখা গেছে আগ্রহ। ব্যাপক উৎসাহ নিয়ে বুস্টার ডোজের টিকা নিচ্ছেন তারা।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে দেখা গেছে টিকা নিতে সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি। কেউ কেউ অবশ্য প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে এসেছেন।
পাঁচটি বুথে পাঁচজন করে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে দুইজন নার্স ও তিনজন করে স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। পুরুষ আর নারীদের আলাদা আলাদা বুথে স্বাস্থ্যকর্মীরা করোনার টিকা গ্রহীতাদের টিকা দিচ্ছেন।
টিকা নিতে আসা লোকজন গাদাগাদি করে লাইনে দাঁড়ানোর কারণে উল্টো বাড়ছে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি। লাইনে অপেক্ষমাণ লোকজনের মুখে মাস্ক থাকলেও বেশিরভাগই মুখের থুতনিতে নামিয়ে মাস্ক পরছেন।
শহরের নুরপুর থেকে গণটিকা নিতে আসা ইজিবাইক চালক কামরুল ইসলাম ও তার স্ত্রী পপি খাতুন জানান, কোনো রকম ভোগান্তি ছাড়াই করোনাভাইরাসের টিকা পেয়েছি। টিকার ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করে তারা বলেন, ১০টা লোক এক জায়গায় হলে কিছুটা গ্যাঞ্জাম হয়। এত সুন্দর পরিবেশে টিকা নিতে পারব, ভাবতে পারিনি।
ইয়াজ উদ্দিন রিপন নামে এক ব্যবসায়ী বলেন, লাইনে দাঁড়িয়ে হতাশ হয়ে পড়েছিলাম। এতো দীর্ঘ লাইন শেষ হতে দিনকেটে যাবে ভেবেছিলাম। তবে খুব দ্রুতই টিকা দিতে পেরে অবাক হয়েছি।
গণটিকা প্রদানে নিয়োজিত রেড ক্রিসেন্টের দায়িত্বরত কর্মকর্তা হুমায়ন কবির বলেন, সকাল থেকে কাজ করছি। নির্বিঘেœ টিকাদান চলছে। কোনো অভিযোগ নেই। কেউ কেউ প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য ভিড় করছেন। তাদের ও দেওয়া হচ্ছে। নারীদের থেকে পুরুষের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে।
যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, করোনার সংক্রমণ রুখতে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং শতভাগ ভ্যাকসিনেশনের সিদ্ধান্ত হয়েছে। যশোরে শতভাগ নাগরিককে ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিশেষ করে ৪ জুন হতে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী পালত হচ্ছে ‘কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহ’। শতভাগ নাগরিককে টিকা প্রদানের (বুস্টার ডোজ) আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। আমাদের লক্ষ্য যশোরে শতভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। সবাই যেন টিকা নেয়। আমাদের কাছে পর্যাপ্ত টিকা আছে। যারা টিকা নিতে চাইবে সবাইকে টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন, যশোর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিন তিন হজারের বেশি বুস্টার ডোজ নিচ্ছে মানুষ গত পাঁচদিনে প্রায় পনের হাজার বুস্টার ডোজ প্রদান করা হয়েছে।