নিজস্ব প্রতিবেদক: সারাদেশের সাথে যশোরে শুরু হয়েছে করোনা টিকার চতুর্থ ডোজ। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মঙ্গলবার সকালে এ টিকা পর্ব শুরু হয়।
যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, ৬০ বছরের বেশি বয়সীরা এ টিকা গ্রহণের সুযোগ পাবেন। সিভিল সার্জন আরো বলেন, যতজন উপস্থিত থাকবেন সকলকে নিয়মের আওতায় টিকা দেওয়া হবে।
যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, টিকা গ্রহণের ক্ষেত্রে যশোর সারা দেশে অগ্রগণ্য তালিকায় বলা যায়। আশানুরূপ মানুষ এখানে টিকা গ্রহণ করেছেন। আশা করা যায় ৪র্থ পর্বেও তার ব্যতিক্রম হবে না।