নিজস্ব প্রতিবেদক: যশোরে একদিনে করোনায় ও করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫ শতাংশ।
সিভিল সার্জন অফিস ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন দু’জন ও উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ২০ জন। আইসোলেশনে ২৬৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
এনিয়ে যশোরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪৪৬ জন। সুস্থ হয়েছেন ২১ হাজার ৬৩৩ জন।