নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে মারা গেছেন তিনজন করোনা রোগী। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩৫ জন।
যশোরের সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চলতি মাসের শুরু থেকে যশোরে করোনা শনাক্তের হার প্রতিনিয়ত বাড়ছে। শনাক্তের হার ৫ শতাংশ থেকে বেড়ে প্রায় ৫০ শতাংশে উন্নীত হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করে ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পিসিআর টেস্টে শনাক্ত হয়েছে ১১৯ জন এবং র্যাপিড টেস্টে ১০৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ২৮৫ জন।
এদিকে যশোরে নতুন করে আরও ২২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদিকে যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আরিফ আহমেদ জানান, আক্রান্তদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ১৫ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছে ২০ জন রোগী। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। এর মধ্যে একজন রেডজোনে এবং অপর দুজন আইসিইউতে ভর্তি ছিলেন। আইসিইউতে ভর্তি দুজনের করোনার পজিটিভ রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।