নিজস্ব প্রতিবেদক: যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ৩ নারীর মৃত্যু হয়েছে।
৩০ জানুয়ারি যশোর সদর হাসপাতালের উপসেবা-তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম বলেন, গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোর সদরের রূপদিয়ার গোলেহার (৯০) এবং অপর দুই নারীর বাড়ি ঝিনাইদহে। তারা হলেন ঝিনাইদহ মহেশপুরের হাজেরা বেগম (৬০) ও একই এলাকার রাশিদা খাতুন (৭৫)।
ইয়েলো জোনের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স আছিয়া খাতুন জানান, শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে হাজেরা খাতুন ও রবিবার দুপুর ১টা ৪০ মিনিটে গোলেহার এবং রাশিদা নামে আরেক নারী বিকেল ৩টা ১০ মিনিটে মারা যান। তিনজনেরই মরদেহ তাদের নিকট আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতালের উপসেবা-তত্ত্বাবধায়ক বলেন, বর্তমানে হাসপাতালের রেড জোনে ১৯, ইয়েলো জোনে পুরুষ ৫ জন ও মহিলা ৯ জনসহ ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।