নিজস্ব প্রতিবেদক
যশোরে জাকারিয়া হোসেন শান্ত (১৭) নামে এক কলেজছাত্রকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় কলেজছাত্র শান্ত’র পিতা শহরের পুরাতন কসবা কাঁঠালতলার আনিসুর রহমান কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটককৃতরা হলো, শহরের বারান্দী মোল্যাপাড়া বাঁশতলার ওমর ফারুকের ছেলে মারুফ হোসেন মুকুল (১৯) এবং মনসুর মোল্যার ছেলে রিপন (২২)।
বাদী আনিসুর রহমান মামলার এজাহারে উল্লেখ করেছেন, তার ছেলে এমএম কলেজের একদশ শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার শান্ত বাড়ি থেকে বের হয়। বেলা ১টার দিকে তার ভাগ্নি উর্মি তাকে জানায় শান্তকে কে বা কারা অপহরণ করে রিকসাযোগে নিয়ে গেছে। তিনি শান্তর মোবাইলে ফোন দিলে অজ্ঞাত যুবক ফোন রিসিভ করে বলে- শান্তকে অপহরণ করা হয়েছে। তাকে মুক্তি করে নিতে হলে ২০ হাজার টাকা দিতে হবে। অপহরণ কারীরা মোবাইল ফোনে শান্তর কান্নাকাটির শব্দ শোনায়। পরে তিনি ডিবি পুলিশের কাছে মৌখিক অবহিত করেন। ডিবি পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে পূর্ববারান্দীপাড়া লিচুতলা ঝুমঝুমপুর গামী রাস্তার পাশের বাবুর বাগান থেকে শান্তকে উদ্ধারসহ ওই দুইজনকে আটক করে। তাদের কাছ থেকে দুইটি চাকু উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, নেশার টাকা যোগাড় করার জন্য আসামিরা শনিবার বেলা সাড়ে ১১টার দিতে পৌরপার্ক থেকে শান্তকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে বাবুর বাগানে আটকে রেখে ১০ হাজার টাকা দাবি করে। তাকে মারপিট করে। টাকা না দিলে খুন করে ফেলবে বলে হুমকি দেয়।
ডিবি পুলিশের এসআই সফি আহমেদ রিয়েল জানিয়েছেন, আটক আসামিরা ঘটনার সতত্যা প্রাথমিক ভাবে স্বীকার করেছে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।