নিজস্ব প্রতিবেদক
যশোরে কথিত দুইটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ দুই ‘প্রতারক’কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুৃলিশ। গত ১ ডিসেম্বর রাতে শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় তাদের বরিুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, শার্শা উপজেলার কাঠুরিয়া-উলসী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুর রাজ্জাক (৫৮) ও নাভারণ আকিজ স্কুলের পাশে মৃত রজব আলীর ছেলে রুহুল কুদ্দুস (৫৩)।
ডিবি পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিব জানিয়েছেন, আটক দুইজন দীর্ঘদিন ধরে কথিত কষ্টি পাথরের মূর্তি নিয়ে বিভিন্ন লোকজনদের দেখিয়ে প্রতারণার মাধ্যমে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। গত ১ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ওই দুই প্রতারক যশোর শহরের একটি নামি হোটেলে অবস্থান করে সাধারণ মানুষদের সাথে প্রতারণার মাধ্য টাকা হাতিয়ে নেয়ার চেষ্টায় আছে। এরপর সেখাতে এসআই খান মাইদুল ইসলাম রাজিতের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই হোটেলের ৪০৪ নম্বর কক্ষ থেকে তাদের দুইজনকে আটক করা হয়। এসময় পুলিশের জিজ্ঞাসাবাদের তাদের কাছে কথিত দুইটি কষ্টি পাথরের মূর্তি আছে এবং সেটা দিয়ে সাধারণ লোকজনদের সাথে প্রতারণার জন্য সুযোগ খুঁজছে। এরপর তাদের কাছ থেকে ওই মূর্তি দুইটি উদ্ধার করে কোতোয়ালি থানায় মামলা দিয়ে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।