নিজস্ব প্রতিবেদক
যশোরে জেমকন গ্রুপের চেয়ারম্যান, আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক এবং সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পিতা কাজী শাহেদ আহমেদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে ১ নং নম্বর আইনজীবী ভবনে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মেহেদী হাসান মিন্টু।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি এস এম রবি সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক আব্দুস সবুর হেলাল, কৃষি ও সমবায় সম্পাদক আবু সেলিম রানা, সদস্য শরীফ খায়রুজ্জামান রয়েল, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মাস্টার, আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান ও সদর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সোহরাব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মোদাচ্ছের আলী, যশোর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিএম জহুরুল পারভেজ, শহর আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির সভাপতি বাবর আলী বাবু, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফা, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, হৈবতপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন ভুট্টো, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন বাবু, কাশিমপুর ইউনিয়ন জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আজিম উদ্দিন, ডা. মরিয়ম বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছার আলী, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, রাসেল রানা, নূর ইসলাম আলো, প্রচার সম্পাদক কামরুল হাসান বিপ্লব, যুব সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।