নিজস্ব প্রতিবেদক
যশোরে কাঠ ব্যবসায়ী মাসুদ হত্যা মামলার আসামি শিমুল হোসেন শান্ত’র ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার পুলিশের করা আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তার রিমান্ড মঞ্জুর করেন। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. কামরুজ্জামান তার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।
গত ২৪ আগস্ট রাতে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রামে ‘ডাকাত পড়েছে’ মসজিদের মাইকে প্রচার চালিয়ে কাঠ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় হামলায় আরও ৫ জন জখম হন। হত্যার ঘটনায় গত ২৫ আগস্ট নিহতের মা খাদিজা পারভীন আটক শিমুল হোসেন শান্তসহ ৬ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
অপর আসামিরা হলেন, অভয়নগর উপজেলার বনগ্রামের আজিজুর রহমান ওরফে আইজের ছেলে স্থানীয় যুবলীগ নেতা মুরাদ হোসেন, প্রেমবাগের শওকত আলী মোল্লার ছেলে আল-আমিন, আলী আকবরের ছেলে রাজু, সদর উপজেলার গাইদগাছি গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে পিন্টু ও আবুল হাসানের ছেলে বাবু।
