নিজস্ব প্রতিবেদক
যশোরের আলোচিত কিশোরী গ্যাংয়ের হোতা মুসকান ওরফে লামিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের শংকরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মারামারির মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মুসকানের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনসহ অর্ধডজন মামলা রয়েছে। মুসকান শহরের নাজির শংকরপুর এলাকার মাসুম মোল্যার মেয়ে।
পুলিশ জানিয়েছে, মুসকান শহরের বিভিন্ন এলাকায় উঠতি বয়সের কিশোর-কিশোরীদের নানা ধরণের প্রলোভন দেখিয়ে মাদকের কারবার, চাঁদাবাজি, মানব পাচারসহ বিভিন্ন ধরণের অপরাধ মূলক কর্মকাণ্ড করে বেড়ায়। এমনকি উঠতি বয়সের মেয়েদের বিভিন্ন ধরণের চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে কয়েকজন যুবকদের দ্বারা ধর্ষণের মত ঘটনাও ঘটিয়েছে। এই সকল ঘটনায় তার বিরুদ্ধে অর্ধডজন মামলা হয়েছে।
এছাড়া মুসকান নিজেও মাদক সেবন ও বিক্রি করে থাকে। তার নেতৃত্বে রয়েছে অন্তত ২০/৩০ জন কিশোর-কিশোরী। যারা সবাই চাকু নিয়ে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। চুরি ছিনতাই, চাঁদাবাজি থেকে শুরু করে এমন কাজ নেই যা তারা করেন না।
সম্প্রতি যশোরে ঘরভাড়া নেয়ার কথা বলে পুরাতন কসবার সোহেলেকে ছুরিকাঘাত করে মুসকানসহ তার অন্যান্য সহযোগিরা। এঘটনায় মামলাও হয়। এছাড়াও মুসকান একাধিকবার মাদক নিয়ে আটক হয়েছে। সে সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চাকু ও ইয়াবা। একটি মারামারি মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শুক্রবার রাতে পুলিশ তাকে ওই পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে।