নিজস্ব প্রতিবেদক
যশোরে কিশোরী গ্যাংয়ের সদস্য মুসকান লামিয়া ইয়াবাসহ কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে। আটক লামিয়া শহরের নাজির শঙ্করপুর সাদেক দারোগার মোড়ের মাসুম মোল্লার মেয়ে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গাড়িখানা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার আরো দুই সহযোগি পালিয়ে যায়। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়েছেন ওসি তাজুল ইসলাম।
পুলিশ আরও জানায়, মুসকান শহরের বিভিন্ন এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। মাদকের সাথে রয়েছে তাদের সংশ্লিষ্টতা। তার নেতৃত্বে অন্তত ৩০/৪০ জন কিশোর /কিশোরী রয়েছে। যারা সবাই চাকু নিয়ে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। চুরি ছিনতাই থেকে শুরু করে এমন কাজ নেই যা তারা করে না। এ চক্রের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।
উল্লেখ্য, শনিবার সকালে যশোরে ঘরভাড়া নেয়ার কথা বলে যশোরের পুরানো দৈনিক পূরবী পত্রিকার সম্পাদক মৃত মহিউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ মাহবুব জাহান আহমেদ সোহেলে ছুরিকাঘাত করে মুসকানসহ তার সহযোগিরা।
আরও পড়ুন: যশোর বিএনপির ৭৬ নেতা-কর্মীর হাইকোর্ট থেকে জামিন লাভ
১ Comment
Pingback: প্রতারণা চক্রের তিন সদস্য আটক, বিভিন্ন সরঞ্জাম উদ্ধার